যোগদান করুন
শর্তাবলী
- একজন সাধারণ সদস্য “প্লাজমা ফাউন্ডেশন” এর প্রদত্ত সকল সেবা গ্রহন করতে পারবেন।
- সংগঠনের অনুষ্ঠিত সকল ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।
- সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কোন কর্মকান্ডে অংশগ্রহন করতে পারবেন না।
- সংগঠনের কোন বিষয় নিয়ে গ্রুপিং, ব্যক্তিগত সমস্যা নিয়ে প্রভাব বিস্তার ও অন্য কোন সংগঠনের প্রভাব “প্লাজমা ফাউন্ডেশন” এ বিস্তার করা যাবেনা।
- দেশ বা আইন বিরোধী কোন কর্মকান্ডে অংশগ্রহণ থাকলে সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হবে, এবং তার কোন প্রকার দায়-দায়িত্ব “প্লাজমা ফাউন্ডেশন” গ্রহণ করবে না।