বিশেষকার্য

আমাদের বিশেষকার্য

আমাদের সম্পর্কে

প্লাজমা ফাউন্ডেশনের পরিচিতি

“প্লাজমা ফাউন্ডেশন” মুলত একটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, অরাজনৈতিক, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৬ সালে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী থেকে “সামাজিক কল্যাণ সাধনে, এসো মোরা এক হই প্লাজমা-র বাঁধনে” এই স্লোগানের উপর ভিত্তি করে যাত্রা শুরু করে। সুস্থ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে সকলকে স্বেচ্ছায় রক্তদানে উদ্ধুদ্ধকরন, সেচ্ছায় রক্তদান, শিক্ষার প্রসার, পরিবেশ সংরক্ষন এবং বিভিন্ন সেবা ও সচেতনতামূলক কর্মসূচী গ্রহন এবং বাস্তবায়ন করাই এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ।

যোগদান করুন
সহযোগীতা

কিভাবে আমাদের সহযোগীতা করবেন?

অনুদানকারী হিসেবে

আপনি একজন তহবিল দাতা হয়ে দুস্থ্য মানুষকে সহযোগীতার কাজে অংশ নিয়ে

স্বেচ্ছাসেবী হিসেবে

একজন স্বেচ্ছাসেবী হয়ে অসহায় মানুষের উপকারে এগিয়ে এসে

তহবিল সংগ্রহকারী হিসেবে

তহবিল সংগ্রহকারী হয়ে অসহায় মানুষকে সহযোগীতার কাজে অংশ নিয়ে

স্পন্সর হিসেবে

বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে একজন স্পন্সর হয়ে

মোট সদস্য

স্বেচ্ছাসেবী

স্বেচ্ছায় রক্তদাতা

রক্তের অনুরোধ

স্বেচ্ছায় রক্ত দান
ক্যাম্পেইন

চলমান ক্যাম্পেইন

সহযোগী প্রতিষ্ঠান

খবর

সর্বশেষ খবর